বই সম্পর্কে :
সদ্য কম্পিউটার ব্যবহার করতে শিখেছে শ্রী নামের এক ছোট্ট মেয়ে। তার বাবা-মাও চায় সে কম্পিউটার শিখুক। স্কুলের হোমওয়ার্ক ও ইমেইল পাঠাতে সে কম্পিউটারটি ব্যবহার করলেও এতে সে গেইম খেলতেই বেশি পছন্দ করে। গেইমের পাশাপাশি এতে ফ্রেন্ডসনেট নামের সামাজিক যোগাযোগ মাধ্যমও আছে। শ্রী সেটি ব্যবহার করতে শুরু করে।
প্রথমে নিজের স্কুলের বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডসনেটে যোগাযোগ করলেও পরে সেখানে এক অচেনা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় তার। তবে অচেনা ওই মেয়ের আইডির নেপথ্যে ছিল ছদ্মবেশী এক বয়স্ক পুরুষ। এতে একটি বিপজ্জনক ফাঁদে পড়তে থাকে শ্রী।
একদিন খালাকে নিয়ে ওই লোকটির সঙ্গে এক রেলস্টেশনে দেখা করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয় শ্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সচেতন করতে দারুণ এক গল্প ‘সাইবার বন্ধুর ফাঁদ’। বইটি পড়ে উঠতি বয়সি ছেলেমেয়েরা কৌশলী হতে শিখবে নিঃসন্দেহে।