ভূমিকা সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা সাহিত্য। একটা সময় ছিল একে অনেকে সাহিত্যই মনে করতেন না। এখন তরুণেরা এগিয়ে এসেছে। তরুণেরাই বেশী সায়েন্সফিকশন লিখছে এবং বেশ ভালো লিখছে। এই সংকলনে পঁচিশ জন লিখেছেন এর মধ্যে সিনিয়ররাতো আছেনই তাঁদের মিছিলে যুক্ত হয়েছে তরুণেরা। আশা করছি আদী প্রকাশনীর এই সায়েন্সফিকশন সংকলনটি পাঠকদের খুব ভালো লাগবে। নতুনের সঙ্গে পুরোনোর এক বৈজ্ঞানিক মেলবন্ধ তৈরী হয়েছে যেন এখানে।
পরিশেষে তরুণ লেখক সার্জিল খানকে ধন্যবাদ দিতেই হয়। সে আমাকে সাই-ফাই গল্প নির্বাচনে যথেষ্ট সহযোগীতা করেছে। আর একই সঙ্গে প্রকাশক সাজিদ রহমানকেও ধন্যবাদ যে এরকম কম সময়ের মধ্যে সুন্দর একটি সাই-ফাই সংকলন প্রকাশ করার জন্য। সবাইকে একুশের শুভেচ্ছা।