এই বইটিতে আমি তথ্যসমেত বিশেষ প্রয়োজনীয় একটি বিষয়ের উপর কিছু কথা লিখব বলে মনে সাহস সংগ্রহ করে লিখতে চেষ্টা করব। জানিনা কতটুকু গুছিয়ে বা বুঝিয়ে লিখতে পারব। কারণ এসব বিষয়ে আমার এই প্রথম পদক্ষেপ নেয়া। রাষ্ট্র, সমাজ, পরিবার অথবা ব্যক্তি জীবনের অবিচার, অনাচার নিয়ে অনেক লিখেছি। যা অনেক সময় অনেকের বিপক্ষেই চলে গেছে। তাই হয়ত আমি অনেকেরই কাছে চক্ষুশুল হয়েও গেছি। তবে আমার এই লেখা কোন মানুষের বিরুদ্ধেতো নয়ই কোন প্রতিবাদের কথাও নয়। বিষয়টি পড়েই আপনাদের মতামত প্রকাশ করতে পারেন।
বইটিতে প্রধান এবং সচরাচর হয়ে থাকে যে ক্যান্সারগুলো তাদের মোট ১১ টি ক্যান্সার নিয়ে কিছু ধারনা তুলে ধরা হয়েছে। যা বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের দীর্ঘদিনের অক্সান্ত পরিশ্রম ও গবেষণার ফসল। শুরুতে ধারাবাহিকভাবে লেখা এগারোটি ক্যান্সারে নামের লিস্ট দেয়া হলোঃ
● ১। স্কীন ক্যান্সার
● ২। গলার ক্যান্সার
● ৩। ব্লাড ক্যান্সার
● ৪। লাংগস ক্যান্সার
● ৫। লিভার ক্যান্সার
● ৬। স্টোমাক ক্যান্সার
● ৭। হাড়ের ক্যান্সার
● ৮। ব্রেস্ট ক্যান্সার
● ৯। কোলন ক্যান্সার
● ১০।ডিম্বায়ু ক্যান্সার
● ১১। মস্তিস্কের ক্যান্সার