জিল্লুর রহমান সিদ্দিকী (জন্ম: ১৯২৮)। শিক্ষাজীবন কলকাতা প্রেসিডেন্সী কলেজ, ঢাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রাক্তন ভাইস-চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৯৯০-৯১ সালের কেয়ারটেকার গভর্নমেন্টের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। একাধারে কবি, সমালোচক ও অনুবাদক। উল্লেখযোগ্য গ্রন্থ আত্মজীবনী: আমার চলার পথে। পুরস্কার : আলাওল সাহিত্য পুরস্কার (১৯৭৭); বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯); কাজী মাহবুবুল্লাহ ও বেগম জেবুন্নিসা ট্রাস্ট সম্মাননা (১৯৯০); অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৯৮); স্বাধীনতা পুরস্কার (২০১০)।