ফ্ল্যাপের কিছু কথাঃ পরিবেশের দাবিতে ভিন্ন ভিন্ন সময়ে লেখা। এসব রচনা সংশ্লিষ্ট সাহিত্যপ্রতিভার ব্যক্তিজীবন এবং তাঁর কীর্তিসমূহের ওপর আলোচনা। জীবনভিত্তিক চৌত্রিশটি প্রবন্ধে আলোচিত ব্যক্তিবর্গ কালের উজ্জ্বলতম প্রতিভা। যখন যে কৃত্যের জন্য প্রশংসিত হয়েছে, সেটি সে-সময়কার শ্রেষ্ঠ কিংবা উৎকৃষ্ট শিল্পকর্ম।
জীবনী-বিষয়ে রচনায় কৃত্য এবং যোগ্যতার কথা বেরিয়ে আসে। এ গ্রন্থেও সেই সনাতন ধারা গুরুত্ব লাভ করেছে। যুগে যুগে যখনই কারও জীবন এবং কর্ম আলোচনায় এসেছে, তঁঅদের প্রতিভাসমূহের উদ্ভাসিত বিশিষ্টতা প্রজন্মের কাছে মেলে ধরা হয়েছে। এঁরা আমাদের প্রতিভা। এঁদের কৃত্য ও অভীপ্সা সম্পর্কে জানা আমাদের কর্তব্যভুক্ত।
মানুষের চারপাশে অনেককিছু বিচরণশীল। অনেককিছু আবার ধীর-স্থির নিশ্চল-নির্বাক। কিন্তু সে-সবেরও ক্রিয়া-প্রতিক্রিয়া বিদ্যমান। লেখক-শিল্পীরা তঁঅদের নির্বাক কলম বা তুলির আঁচড়ে সে-সবের সবাক রূপ প্রদান করেন। এ-সবের সঙ্গে যুক্ত হয় শৈল্পিক বর্ণনাদৃশ্য। এ গ্রন্থে আলোচিত লেখক-শিল্পীগণ তেমন যশস্বান সফল শিল্পী।