সাহেব বিবি গোলাম
বইবাজার মূল্য : ৳ ৪৩২ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৫৪০
প্রকাশনী : মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
বিষয় : চিরায়ত-উপন্যাস
উনবিংশ শতাব্দীর শেষে বিংশ শতাব্দীর আগমন৷ বদলে গেলো অনেককিছুই। অটোমোবাইল, বাষ্পীয় ইঞ্জিন, সিগারেট, কয়লা, ইলেকট্রিসিটি আসলো। মানুষের জীবন বদলাতে শুরু করলো। এই দিনবদলের সাথে খাপ খাইয়ে অনেক বনেদী পরিবারই নতুন শতাব্দীতে সম্মানের সাথে পা রাখতে পারলো না৷ তেমনই একটি পরিবার বৌ বাজারের বনমালী সরকার লেনের বড়বাড়ির চৌধুরীরা। ঘটনাক্রমে তাদের কাছে আশ্রিত হয় অতুলচন্দ্র চক্রবর্তী বা ভূতনাথ৷ শেষে জড়িয়ে পড়ে চৌধুরীদের সবকিছুর সাথে। এই চৌধুরীদের পতন তাদের কাছের কেউ না হলেও সবচেয়ে বেশি পীড়া দেয় ভূতনাথকে৷ বিমল মিত্রের ন্যারেটিভ আর স্টোরি টেলিং এর অসাধারণত্ব বর্ণনা করার ভাষা নেই আমার। এক জায়গা থেকে অন্য জায়গায়, এক টাইমলাইন থেকে অন্য টাইমলাইনে চলে যাচ্ছিলেন এফোর্টলেসলি। ভূতনাথের সাথে আমাদের আমাদেরকেও যেন ঘুরিয়ে আনলেন যেন কলকাতা তথা বাংলা বা ভারতবর্ষের ইতিহাসের সাথে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সাথে মিশে যাচ্ছে ভূতনাথ, স্বামী বিবেকানন্দ, স্বদেশী আন্দোলন, ভবানীপুরের দিকে কলকাতার বেড়ে ওঠা, নতুন ধনীসমাজের উঠে আসা, ব্রাক্ষসমাজ, দিল্লিতে রাজধানী স্থানান্তর এমনকি ১৬৯০ সালে চার্নকের সুতানুটিতে আগমণের সময় সেখানেও যেন উপস্থিত আমাদের ভূতনাথ৷ এভাবেই ভূতনাথে সাথে হেঁটে আসলাম ইতিহাসের গহীন ভেতর থেকে। সাথে যোগ হয়েছে তার ব্যক্তিসত্তার বিকাশ, মানবিক বোধ, আত্মত্যাগ আর ট্র্যাজেডি। বাঙালি মনস্তত্ত্বের পরিপূর্ণ প্রকাশই যেন ভূতনাথ।পুরো গল্পজুড়েই সমাজের উপরতলার মানুষরা আসলে কেমন তার স্বরূপ তুলে ধরেছেন লেখক। বিমল মিত্রের এই বই একটি ট্রিলজির অংশ। বাকি দুটি বই পড়া ফরজ হয়ে গিয়েছে৷