ফ্ল্যাপের কিছু কথাঃ রশীদ করীম (জন্ম ১৪ আগস্ট ১৯২৫) বাংলা সাহিত্যের অগ্রগণ্য কথাসাহিত্যিক । প্রথম উপন্যা্স উত্তম পুরুষ (১৯৬১) চমকে দিয়েছিল পাঠকসমাজকে জীবনবোধ ও আধুনিকতার গুনে। দীর্ঘদিন কাজ করেছেন আন্তর্জাতিক ও দেশীয় তেল কোম্পানীতে। ১৯৮৪ সাল থেকে অবসর জীবনযাপন করেছেন নিরবিচ্ছিন্নভাবে। লিখেছেন উপন্যাস,গল্প,প্রবন্ধ। আদমজি পুরস্কার, একুশে পদক ইত্যাদি নানা সম্মাননা অর্জন করেছেন। উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে প্রসন্ন পাষাণ (১৯৬৩) , আমার যত গ্লানি (১৯৭৩), প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮) ,সাধারণ লোকের কাহিনী(১৯৮২), শ্যামা (১৯৮৪) ইত্যাদি । তিনটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ করেছেন বাংলা একাডেমী, সর্বশেষ গ্রন্থ আত্নজৈবিক জীবন মরণ (১৯৯৯)।
ভূমিকা ‘সাধারণ লোকের কাহিনী’ উপন্যাসটি ‘রোববার ‘পত্রিকার ১৯৭৯ সালের ঈদ-সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যায় দুই খণ্ডে প্রকাশিত হয়। উপণ্যাসে বর্ণিত সব ঘটনা,চরিত্র ও পরিবেশ সম্পূর্ণ কাল্পনিক। দৈবাৎ কোনোখানে বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলেও ধরে নিতে হবে, তা নিতান্তই আকস্মিক ও কাকতালীয়। রশীদ করীম ঢাকা