ফ্ল্যাপের কিছু কথাঃ সাদা স্বর্ণ শিক্ষা সংক্রান্ত সরল রৈখিক একটি উপন্যাস। বিবৃত চরিত্রগুলোর সম্পর্কটা খুবই সহজ-সরল। এখানে কল্পনা ও অভিজ্ঞতার সম্মিলনে ঘটনামালার ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। শিক্ষা আধুনিকতা ও উন্নয়নের প্রথম শর্ত হলেও আমাদের সমাজের শিক্ষাব্যবস্থার রয়েছে কিছু মৌলিক সমস্যা। এক্ষেত্রে রয়েছে ভাল শিক্ষকের যথেষ্ট ঘাটতি। মূলত আমাদের শিক্ষক সমাজের অন্তর্নিহিত ত্রুটি উঠে এসেছে এ উপন্যাসে। ছাত্র-ছাত্রীরা যা চায় অধিকাংশ শিক্ষক তা দিতে পারেছেনা। শিক্ষার্থীদের পাওয়া-নাপাওয়ার এই মনের কথাগুলোই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। আমার মনে হয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সকলেই এর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। তাছাড়া একজন আদর্শ শিক্ষকের শিক্ষা ও দেশপ্রেমের উদাহরণও কাউকে মুগ্ধ করতে পারে; এমনকি সমাজ পরিবর্তনে একজন আদর্শ শিক্ষকের আকুলতা অনেককেই উদ্বেলিত করবে যা এই উপন্যাস গ্রন্থটিতে পাওয়া যাবে। কারো জীবনের সঙ্গে উপন্যাসের কোন চরিত্র কাকতালীয়ভাবে মিলে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।