ইলিয়াস হাসানের গল্পগুলি যেন গল্প নয়। একেকটি বাস্তব কাহিনী। তিনি যেন গল্প লেখেন না। গল্প বলেন। তার গল্প পড়লে মনে হয় পাশে বসে কেউ যেন গল্প শোনাচ্ছে। জীবনের অভিজ্ঞতার প্রতিফলন এ গল্পগুলি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হলো বই আকারে।
ইলিয়াস হাসান
Overall Ratings (0)