শহরে এসেছে রিভলাইফ নামের এক নতুন প্রতিষ্ঠান। তাদের দাবি, তারা ফিরিয়ে আনতে পারবে মৃত মানুষদের। সত্যিকারের মানুষ নয় মোটেই, হুবহু আসলের মতোই নকল এক মানুষ। দলে দলে রিভলাইফে গিয়ে ভিড় করতে লাগল স্বজনহারা মানুষেরা। সত্যিই কি তারা বানিয়ে দিতে পারবে তেমন কিছু? রহস্য ক্রমেই ঘনীভূত হয়ে উঠল যখন খামখেয়ালী, উদাসী এক কর্মহীন সফটওয়্যার ইঞ্জিনিয়ার গিয়ে তার বাবাকে ফিরিয়ে আনতে চাইল। একই সময়ে রাষ্ট্রপতিকে কেন শহরের দু জায়গায় দেখা যাচ্ছে? কেন প্রশাসনের ভেতরের কেউ কেউ উধাও হয়ে যাচ্ছে? কী নিয়ে এত লুকোচুরি খেলা হচ্ছে জনগণের সাথে? দুই তরুণ সাংবাদিক মাঠে নামল ছায়ামানুষের রহস্য উদঘাটনে। হঠাৎ করেই সাড়া পড়ে গেছে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে। সামান্য একজন মানুষের কারণে হাজার হাজার কোটি টাকার ব্যাবসা ধসে পড়তে শুরু করেছে! কী করেছেন তিনি? অক্সিমেডি কোম্পানির কর্মকর্তারা উঠেপড়ে লাগলেন ব্যাবসার ধস ঠেকাতে। বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের মিশেলে লেখা এমনই কিছু গল্পের অনবদ্য সংগ্রহ সবুজ মানুষ রহস্য। গল্পগুলো পাঠককে শুধু আনন্দই দেবে না, যোগাবে গভীর ভাবনার খোরাক। এই বইয়ের মাধ্যমেই বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের জগতে যুক্ত হলো নতুন, বর্ণিল একটি পাতা।