রুশার মামা তাকে একটি কলম দিয়েছিলো। তা দিয়ে সে আঁকার খাতায় ফুল আঁকতে লাগলো। হঠাৎ মনে হলো খুব সুন্দর ফুলের গন্ধে চারপাশ ভরে গেছে। অথচ আশেপাশে কোনো গাছে ফুল ফোটেনি। তাহলে কোথা থেকে এলো এমন সুন্দর গন্ধ?
রুশা এবং তার মা এই গন্ধ কোথা থেকে আসছে খুঁজতে লাগলো। এমন সময় সেখানে এলেন মামা। তারা কি খুঁজে পেলেন সেই গন্ধের উৎস!