রুকইয়াহ
বইবাজার মূল্য : ৳ ২৯২ (২৭% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৪০০
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
This book is Out of Stock
Avgvi GB eBwU A‡bK cQ›` n‡q‡Q| Avwg Aviex wVKgZ co‡Z cvwi bv GRb¨ GKUz mgm¨v| me Aviex evsjv D”Pvib †hvM Ki‡j fvj nZ| ZvweR KeR Gi wkiL †_‡K mivi gyw³ cvIqv `iKvi| ZvB mwVK wbq‡g KziAvb nv`x‡mi Av‡jv‡K wPwKrmv Ki‡Z GB eB wU mevi †Kbv `iKvi| Avwg wbR †_‡K GB eBwU mKj‡K †Kbvi Rb¨ DrmvwnZ Kie| ab¨ev` †jLK Avãyjøvn Avjv gvngy` fvB †K GB eB wU my›`i fv‡e Dc¯’vcb Kivi Rb¨| Avgiv AvkvKwi Ab¨vb¨ wPwKrmv c×wZ BmjvwgK ZwiKvq Dc¯’vcb K‡i Avgv‡`i Bgvb AvwK`v mwVK ivL‡Z mvnvh¨ Ki‡eb|
নববী চিকিৎসার একটি পদ্ধতি হল রুকইয়াহ। অর্থাৎ, কুরআনের আয়াত, হাদীসে বর্ণিত দোআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন রোগব্যাধি ও সমস্যা সমাধান বা চিকিৎসা করা। যার মধ্যে রয়েছে বদনজর, যাদুটোনা, জিন-পরীর আছর, ওয়াসওয়াসাসহ অন্যান্য শারীরিক-মানসিক রোগ ইত্যাদি। বদনজর, যাদুটোনা, জীনের আছর এমন ভিন্ন মাত্রিক সমস্যা, যার সমাধান সাধারণত জাগতিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। ভুক্তভোগী ডাক্তারের শরণাপন্ন হলেও তার রোগ ধরা পড়ে না। ডাক্তারি পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ দেখালেও বাস্তবে ভুক্তভোগী থাকে অসুস্থ। ফলে তাকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়। বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে প্রচুর সময়-শ্রম নষ্ট করতে হয়। আর কবিরাজদের কাছে যাবার কথা বলবেন? তখন তো দুনিয়া-আখিরাত উভয়টাই হারাতে হয়। অথচ সমস্যার শুরু থেকে নিয়মিত রুকইয়াহ শারইয়াহ করলে আল্লাহর ইচ্ছায় অল্প ক’দিনেই আরোগ্য লাভ করা যায়। রুকইয়াহ নির্ভর চিকিৎসা করার জন্য সাধারণত অন্যের শরণাপন্ন হতে হয় না। যে কেউ চাইলে নিজেই নিজের জন্য বা পরিবারের সদস্যদের জন্য এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন। তবে এজন্য তাকে আগে জানতে হবে রুকইয়াহ কীভাবে করতে হয় এবং কোন ধরনের সমস্যার জন্য কোন ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করতে হয়। আর এই বিষয়ে বাংলাভাষায় রচিত মৌলিক গ্রন্থ নিতান্তই অপ্রতুল। রুকইয়াহ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মুহতারাম Abdullah Almahmud। এই বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও পারদর্শিতা স্বীকৃত। বহু সময় এবং শ্রম ব্যয় করে তিনি এই 'রুকইয়াহ' বইটি রচনা করেছেন। যার মাধ্যমে একজন ব্যক্তি এই নববী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করতে পারবেন। এবং প্রয়োজনবোধে সেই পদ্ধতিগুলো অনুসরণ করে বদনজর, যাদুটোনা, জিন-পরীর আছর প্রভৃতি সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ।
"রুকইয়াহ "বইটিতে বদ নজর, ওয়াস ওয়াসা, জাদু, জিন-পরীর আছর থেকে বাঁচার শরঈ উপায়, লক্ষণ ও চিকিৎসা নিয়ে খুব সুন্দর ও সাবলীল ভাষায় উপস্থাপিত হয়েছে। সবার ঘরে অবশ্যই রাখার মত একটি বই, যেটি সব সময় কাজে লাগতে পারে। বদ নজর, জাদু, ওয়াস ওয়াসার মত ভয়ংকর জিনিস যা আমাদের অজান্তেই লেগে যেতে পারে সেটা থেকে বাঁচতে আমাদের যা প্রোটেকশন নেয়া উচিত তা এই বইয়ে খুব সুন্দর করে বলা হয়েছে। এই বইটি খুব জরুরি ও উপকারী একটি বই।
'রুকইয়াহ' বইটি পড়ার পর আমার মনে হল আসলেইতো আমরা নিজেরাই অনেক সমস্যার সমাধান বের করে নিতে পারি পবিত্র কোরআন এর সাহায্যে। অত্যন্ত উপকারী একটি বই।
বাংলাদেশ পীর আউলিয়ার পুণ্যভূমি। একই সাথে এই দেশে ঠাসা আছে ভন্ড আর যোচ্চোর পীর নামধারী কবিরাজ আর জাদুকর দিয়ে। এরা মানুষকে বিভিন্ন কুফরী মন্ত্র আর ঝাড়ফুঁক দিয়ে ভুয়া চিকিৎসা দিয়ে থাকে। ইসলামের লেবাস ধরে এইসব ভন্ড কবিরাজেরা কুরআনের আয়াতের বিকৃতি কিংবা আল্লাহ্র নামের সাথে কুফরী করতেও ন্যুনতম কুণ্ঠাবোধ করেনা। অথচ, কোরআন পাকের মধ্যেই রয়েছে কালামে শেফা- অনেক জটীল রোগের সুচিকিৎসা। কোরআন দ্বারা মানুষের রোগবালাইয়ের যে চিকিৎসা পদ্ধতি তারই শরয়ী নাম “রুকইয়াহ শারইয়াহ”। বাংলাদেশের রুকইয়াহ শারইয়াহ’র চর্চা খুবই কম। এর বদলে জায়গা করে নিয়েছে ভন্ড পীর আর কবিরাজদের তাবিজ কবজ। এর মধ্য দিয়েও একদল সচেতন আলেম বাংলাদেশে রুকইয়াহকে নিয়ে কাজ করে যাচ্ছে। রুকইয়াহ’র সাথে পরিচয় মূলতঃ ফেসবুকে। ফেসবুক গ্রুপ “রুকইয়াহ সাপোর্ট বিডি”-তে অনেক আগে থেকেই যুক্ত ছিলাম। সেখানে অনেক লোকজন তাঁদের নিজেদের সমস্যা নিয়ে কথা বলতেন। সমাধান দিতেন বিশেষজ্ঞ আলেমগণ। তাঁদের মধ্যে আব্দুল্লাহ আল মাহমুদ ভাইও একজন। আব্দুল্লাহ আল মাহমুদ ভাইকে বাংলাদেশে রুকইয়াহ জনপ্রিয়করণের পথিকৃৎ বলা যেতে পারে। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে ২০১৮সালে প্রকাশিত হয় রুকইয়াহ বইটি। এই বইটিতে রুকইয়াহর ব্যাপারে বিস্তারিত আলোচনার পাশাপাশি ৬টি অধ্যায়ে সাজিয়ে প্রায় ১৫০টিরও বেশী রোগের রুকইয়াহ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং সকল রুকইয়াহ’র রেফারেন্স সহীহ হাদীস এবং কোরআনের আয়াতসমূহ থেকে দেয়া হয়েছে। আমরা যেনো খুব সহজেই রুকইয়াহগুলো নিয়ে আমল করতে পারি, সেজন্য সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় বাতলে দেয়া হয়েছে রোগের চিকিৎসা পথ্য। এ বিষয়টি আমার জন্য খুব জরুরী ছিলো। রুকইয়াহ এমন এক ধরনের চিকিৎসা যা মূলত সাচ্চা দিলে নিয়াত এবং পরিচ্ছন্ন আকিদা সমেত আমলের উপর যার ফলাফল নির্ভরশীল। তার জন্য চাই সঠিক গাইডলাইন। কীভাবে আমল করলে রুকইয়াহ পরিপূর্ণ হবে তা নিয়ে বিস্তর আলোচনা ও সহজ পদ্ধতি নির্দেশ করতে লেখক আব্দুল্লাহ আল মাহমুদ ভাই কোনো রকম কার্পণ্য করেননি। রুকইয়াহ ফলপ্রদ হতে এর বেশীকিছু বোধহয় আর দরকার নেই।