আহমেদ করিম একজন সাইকোলজিস্ট, একসময় ঢাকা ইউনিভার্সিটির নামকরা শিক্ষক ছিলেন। পুরানা পল্টন এলাকায় থাকেন। একতলা একটা বাড়িতে। একা। অদ্ভুত সব কেস নিয়ে তাঁর কাজকারবার। এবারও তেমন একটা কেস এসে হাজির। বয়স্ক একজন মানুষ ছুটে এসেছেন তাঁর কাছে, অদ্ভুত স্বপ্ন কিংবা দুঃস্বপ্নের ব্যাখ্যা চাইতে। সরকারী সোহেলকে নিয়ে তিনি হাজির হলেন নেত্রকোনায়, এক পুরানো কাঠের দোতলা বাড়িতে। সেখানে মুখোমুখি হলেন অদ্ভুত কিছু অভিজ্ঞতার, কিছু স্বপ্নের আর রূপকুমারীর। আহমেদ করিমের সাথে আপনিও সঙ্গী হোন সেই অভিজ্ঞতার, স্বপ্নকুহকের।