ফ্ল্যাপের কিছু কথাঃ ১৯৭৪ সালের হাঙ্গেরীর ভাস্কর ও স্থাপত্য বিদ্যার অধ্যাপক ইরনো রুবিক এই কিউব আবিষ্কার করেন। শুরুতে একে "ম্যাজিক কিউব" বলা হত। ১৯৮০ সালে রুবিক এর অনুমতিক্রমে এটি আইডিয়াল টয় কর্পোরেশন এর দ্বারা বিক্রয় শুরু হয়। এবং সেই বছরেই এটি Germany Game of the Year হয় ও সারাবিশ্বে প্রায় ৩৫০ মিলিয়ন (!!!) রুবিক'স কিউব বিক্রয়ের ফলে একে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বুদ্ধির খেলা (Puzzle) হিসেবে স্বীকৃত দেওয়া হয়। আজকাল আমাদের দেশেও এর জনপ্রিয়তা কম নয়। জাতীয় গণিত অলিম্পিয়াডের রুবিক'স কিউব প্রতিযোগিতায় দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রায় সব খেলনার দোকানে এটি পাওয়া যায়। কিন্তু খুব কম মানুষই আছে যারা এটি মিলাতে পারে। শুধু প্রতিযোগিতার জন্য নয়, এটি মিলাতে যে কি মজা!!! আমার দুঃখ হয় যারা এটি মিলাতে পারে না তারা এই আনন্দটুকু থেকে বঞ্চিত। এই বইটি তাদের জন্য। মজার পাশাপাশি বাড়বে বুদ্ধিও।