"রূপালী জোছনা" একটি কাব্যগ্রন্থ হলে ও এতে রয়েছে, আমাদের সকল সাধারণ মানুষের মনের ভেতরের কিছু একান্ত কাল্পনিক ভাবনা, যা খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। বইয়ের প্রায় প্রতিটি কবিতায় রয়েছে, হতাশা, বিষণ্ণতা থেকে বের হয়ে নতুন ভাবে, নতুন উদ্যমে বেঁচে থাকার অনুপ্রেরণা । আরো রয়েছে, নিজ মনোবল বৃদ্ধির কিছু আশার বাণী ।
এছাড়া ও এই কাব্যগ্রন্থে আছে, তরুণ প্রজন্মকে নিয়ে, হারিয়ে যাওয়া মনের কিছু অব্যক্ত ভাষা, যা হয়তো অনেকের জীবনের চাওয়া- পাওয়ার সাথে একত্ব হয়ে মিশে যাবে। কবিতা গুলোকে মনোমুগ্ধকর ভাবে উপস্থাপন করার সব চেষ্টাই করা হয়েছে বইটিতে।
আশা করবো, কেউ কবিতা ভালোবাসুক আর না-ই বাসুক, এই বইটি পড়লে প্রত্যেকটি কবিতাই কারো না কারোর মনের খোরাক জোগাবে ইনশাআল্লাহ । লেখিকা " মরিয়ম আকতার বিউটির " রূপালী জোছনা " বইটি পড়লে সকলেরই ভালো লাগবে, এটা আমার আশা, আর বিশ্বাসও ।