সৃষ্টির বীজ বুনল কে? জানো তো, ব্রহ্মাণ্ডের কারণও সে? কেন নারায়ণ যোগনিদ্রায়, আর ব্রহ্মার যত হাহুতাশ? মধু-কৈটভের আক্রোশ আর মহাদেবের ক্রোধ; দক্ষের মন বিক্ষুব্ধ, ওদিকে শতরূপাও ক্ষুব্ধ। ব্রহ্মা হলেন কুপিত, পুত্র-শাপে হলেন শাপিত। সৃষ্টির ভার নিলেন সপ্তঋষি, দেবতারা মাতলেন আনা লীলায়। কখনও ইন্দ্রদেব আবার কখনও সূর্যদেব, পিছিয়ে নেই চন্দ্রদেবও; ঠাঁই নিলেন শিবের মাথায়। কেনই বা তাঁর এই পরিণতি? আর কেনই বা বালক ধ্রুব হলো গৃহত্যাগী? একদিকে কেতকী ফুল হলো অভিশপ্ত, অপরদিকে অসুররাজ বল পেল আত্মত্যাগেও অমরত্ব। এমনই আরও নানা বিচিত্র গাথায় ভরা ‘রুদ্রাক্ষ: সনাতন পুরাণ’-এর পাতায় পাঠক আপনাকে স্বাগতম।
শুভঙ্কর
Overall Ratings (0)