বিজ্ঞান বিষয়ে সহজ ভাবে লেখা যে কোন ভাষাতেই কঠিন। বিজ্ঞান যতই নতুন নতুন আবিষ্কার ও গবেষণার সাথে সাথে এগিয়ে চলেছে, এই অসুবিধা ততই বৃদ্ধি পাচ্ছে। অল্প কথায় একটি সম্পূর্ণ ঘটনাকে ব্যক্ত করার জন্য নতুন নতুন শব্দ চয়ন করতে হচ্ছে। এজন্য সৃষ্টি হচ্ছে পারিভাষিক জটিলতার। এই সব বাধা অতিক্রম করে বিজ্ঞানের তথ্য ও তত্ত্বকে চলিত ভাষায় প্রকাশ করা দুরুহ কর্ম। এই বইটিতে রসায়নের সহজ ও জটিল কয়েকটি বিষয়বস্তু বেছে নিয়ে একটি অবিচ্ছিন্ন। ভাবধারার অবতারণা করা হয়েছে সহজ ভাষায় ও ঢঙে। এই সব কাজে কিছু ত্রুটি থাকতে পারে, তাছাড়া থাকতে পারে বিষয়বস্তুর আপেক্ষিক গুরুত্বদান সম্পর্কে অন্য মত। তবু সব মিলিয়ে এটি অভিনব। এই গ্রন্থের রসায়নের বিভিন্ন বিষয়ের নতুনত্ব রয়েছে। বিশেষ করে ভবিষ্যতের চেহারা কী দাঁড়াবে সেই বিষয়ে চর্চা যেমন জ্ঞানপিপাসুদের তৃষ্ণা মেটাবে, তেমনি অনুসন্ধিৎসু মনের খােরাক জোটাবে।
সৌমেন সাহা
সৌমেন সাহা, জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৮০ সালে। খুলনা সেন্ট-জোসেফস্ উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এবং খুলনা সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি পিসি কলেজ, বাগেরহাট হতে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটিং হতে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ বি.এসসি ডিগ্রি অর্জন করেন। জনপ্রিয় বিজ্ঞান-লেখক হিসেবে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক ও সাপ্তাহিক বিজ্ঞান পত্র-পত্রিকায় তাঁর প্রকাশিত লেখার সংখ্যা প্রায় দুই শতাধিক। তাঁর লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০-এর অধিক। তিনি খুলনার ঐতিহ্যবাহী প্রাণিক বিজ্ঞানাগার খুলনার কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক এবং একাধিকবার বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনের জন্য জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থা ঢাকায় কর্মরত আছেন। নিত্যদিনের জীবিকার গ্রাসাচ্ছাদনের বাইরে তার পুরােটা সময়ই লেখালেখি এবং প্রধানত বিজ্ঞানবিষয়ক লেখালেখিতে নিবেদিত। তার একমাত্র শখ বিজ্ঞান, গণিত, ইতিহাস বিষয়ক বই পড়াশােনা করা ও গবেষণা করা।