শূন্যে মিশে যাব বলে মহাশূন্যের দিকে চোখ মেলে আছি। এইসব স্বৈরতান্ত্রিক সরকার ও নিপীড়ক রাষ্ট্র। এইসব নির্বিচার হত্যা ও কণ্ঠ রোধের নির্লজ্জ আইন। এইসব সুবিধাবাদী মধ্যবিত্ত শিক্ষিত কবি ও কবিতা। নষ্ট রাজনৈতিক, মুখোশওয়ালা ধার্মিক ও সংসারী মানুষ। হৃদয়হীন সংগীতকার কিংবা নির্জীব লোভী জনতার সুখ-দুঃখ আমাকে টানে না। মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে আকণ্ঠ পান করে আকাশের তলে আমি একা একা হাঁটি। রঙ্গিন নেশার মাতাল হই। মাতাল ছাড়া কে আর জীবনের নিগূঢ় সংবাদ জানাতে পারে। - হালিম আবদুল্লাহ