অধ্যাপক ড. আসমা বেগম মূলত একজন নারী গবেষক। ১৯৬৮ সালের ১৪ আগস্ট (নিবন্ধিত) বঙ্গোপসাগরের তীরঘেঁষা বরগুনা জেলার পাথরঘাটা থানার কালমেঘাতে ঐতিহ্যবাহী আকন পরিবারে তার জন্ম। তার বাবার নাম মো. এমদাদ আলী এবং মাতার নাম হাসিনা বেগম। জেলা শ্রেষ্ঠ শিক্ষক পিতা এবং জয়িতা পুরস্কারপ্রাপ্ত স্বভাব কবি সমাজসেবী মায়ের আট সন্তানের মধ্যে তিনি চতুর্থ। ১৯৮৩ সালে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৮৫ সালে পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা থেকে এইচএসসি এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ ও ১৯৮৯ সালে সরকার ও রাজনীতি বিভাগ থেকে যথাক্রমে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন। ২০১৪ সালে তিনি নারী উন্নয়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সরকারি তিতুমীর কলেজ, ঢাকাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তার পূর্ব প্রকাশিত শিশুতোষ ছড়ার বই ‘ছড়ায় ছড়ায় প্রিয় বর্ণমালা’ এবং কবিতার বই ‘মাকে ভালোবাসিস’। ছাত্র জীবন থেকে প্রকৃতি, সামাজিক সংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে তার লেখালেখি বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।
স্বামী মরহুম এ. এস. এম. আবুল কাশেম কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের উপাধ্যক্ষ ছিলেন। শাম্মী, তাকী, ইশাবা, রাবাব- এ চার কন্যা রত্নের মা তিনি।