ফ্ল্যাপের কিছু কথাঃ মেলার মওশুমে বই মেলায় যেতে হয় কারণ আমার নাতি নাতনীদের বায়না রয়েছে। বিশাল ধুলিঝড় ও অসহনীয় কোলাহল থেকে তড়িঘড়ি বেরুনোর জন্য একখানা শিশু সাহিত্য কিনে আনতাম। কেনার আগেও কখনো পড়া হয়নি, কেনার পরেও তেমনি অপঠিত থেকে যায়। এবার এ জাতীয় দু’একখানা বই নাড়াচাড়া করে খুব একটা আশ্বস্থ হয়নি। তাই আনকোরা হাতে একখানা রং এর সমাহার শিশুতোষ বই লেখার জন্য চেষ্টা করতে উদ্বুদ্ধ হলাম।