Syed Mohammad Shahed is currently Professor of Bengali at the University of Dhaka. He was awarded Ph.D. in 1986 by the same university for his thesis Chadai Bangali Samaj O Samscrity (1988). He was post-doctoral visiting research scholar (1990-93) at the Nagoya National University, Japan and has done research on Comparative Study of Bengali and Japanese Folk Rhymes (1993). His other publications include history of Modern Bengali Rhymes (Chadar Ishkul); life of Ramesh Sheel and his works (Agrathita Gitiguccha, Aprakasthita Kabitabali & Ramesh Sheel Rachanabali); life and works of Fani Barua etc. Dr. Shahed was Director-General, Bangla Academy (2007-09); Trustee, Bangladesh National Museum and Member, National Commission for UNESCO. He has been actively associated with a number of reputed orgaizations including Khelaghar, Bangladesh Council for Child Welfare, UN Association of Bangladesh and World Federation of UNAs (Geneva). Dr. Shahed has participated in a number of seminars in South Asia, North America, Europe, South-East Asia and China.
বিশ্বজিৎ ঘোষ
জন্ম ১৯৫৮ সালে, বরিশালে। ‘বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গ্যচেতনার রূপায়ণ’ বিষয়ে গবেষণার জন্য ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি লাভ। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন আরম্ভ। বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত। বিশ্বজিৎ ঘোষ মূলত প্রাবন্ধিক-গবেষক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলাদেশের সাহিত্য (১৯৯১), নজরুলমানস ও অন্যান্য প্রসঙ্গ (১৯৯৩), আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও রবীন্দ্রনাথ (১৯৯৪), বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গ্যচেতনার রূপায়ণ (১৯৯৭) ইত্যাদি। ২০১১ সালে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়া ড. বিশ্বজিৎ ঘোষ বাংলা একাডেমির ‘ডক্টর মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক’, ‘জীবনানন্দ দাশ সাহিত্যপদক’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আবদুর রব চৌধুরী স্বর্ণপদক’, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত ‘মহাকবি মধুসূদন জাতীয় পদক’, ‘কবি নজরুল স্বর্ণপদক’ লাভ করেন।