সারসংক্ষেপ সে এক মেয়ে, জীবনের কামড়ে ক্ষত-বিক্ষত মেয়ে। সে মেয়ে-পাপে-তাপে ভরা মেয়ে। সে মেয়-লোভবাসনায় ভরা মেয়ে। সে মেয়ে-পাপতাপ বোধহীন মেয়ে। সে মেয়ে- কামবিকারে ভরা মেয়ে। কাম বহমুখী, রতি বহু রকম। পিচ্ছিল অই কামঘোলাজলের ভেতর দিয়ে সে পেরোয় আয়ুপথ। সংসারের সকল আলো অন্ধকারে ক্লেদ, সকল স্থাবর অস্থাবরে ক্লেদ, ক্লেদ-থিকথিকে এইখানে জীবনভূমি। সে মেয়ে- চেনে জানে ক্লেদের সকল পরত। চেনে রক্তপুঁজ, চেনে বর্জ্য, চেনে এই যে একটি মাছি-গেঁথে পার্থিব রক্তপুঁজে-এই মাছি এই মেয়ে-পারভিন আক্তার। জীবন নামক রসাতলে লোলুপ মানুষ-কীটের গেঁথে থাকার রূপ।