ফ্ল্যাপের কিছু কথাঃ যে কোনো শিল্পী তাঁর সৃজন ও নির্মানের মধ্য দিয়ে একটি এপিক খুঁজে বেড়ান। .. আর সেই শিল্পী যদি হন কথা শিল্পী তিনি যে নিরন্তর এপিক খুঁজতে খুঁজতে নিজের আয়ুক্ষয় করবেন এটাই স্বাভাবিক। ছোটগল্পকার মোহাম্মদ আব্দুল মাননান সেই পথেই হাঁটছেন....। কথাসরিৎসাগরের পার্বতীর যে কোনো সিদ্ধ পাঠকও কথাকারের কাছে এমন কথা শুনতে চান যা নতুন ও মনোমহর...। ইতিমধ্যে মান্নানের গল্পও নতুন এবং মনোমহর। ইতিমধ্যে মান্নানের ৮টি গল্পসংকলন বেরিয়েছ্ সংকলিত গল্পগুলোর প্রত্যেকটিরই নতুন; কোনো গল্পেই আখ্যানের পুনরাবৃত্তি নেই; সব গল্পই পাঠককে চুমকের মতো টানে...। মান্নানের আখ্যান-বয়নকৌশলও নতুন। তাঁর একটি গল্পেই অনেক গল্প থাকে-তিনি পরীক্ষানিরীক্ষার নামে ‘গল্পহীন’ ছোটগল্প লেখেন না -যা এ সময়ের একটি বিরল অথচ উজ্জ্বল প্রবণতা। গল্প তো নিরঙ্কুশভাবে মানুষের জীবনেরই গল্প; তার সীমাবদ্ধতার গল্প । সমাজ-রাজনীতি-অর্থনীতির প্রেক্ষাপটে মানুষের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন এবং স্বপ্নভঙ্গই তো লেখকের কলমে গল্প হয়ে ওঠে। গল্প লেখক মান্নান এক্ষেত্রে অনেকটাই অগ্রগামী। তাঁর গল্প মানুষের অন্তর্গত আলো-আঁধারের বিভায় উদ্ভাসিত..। লেখকের ‘রক্তদ্বয়’র ৭ টি গল্প ভিন্নস্বাদপ্রত্যাশী-গভীর জীবনবোধতাড়িত পাঠক-পাঠিকাদের আলোড়িত করবে এ প্রত্যয় আমাদের রয়েছে। আমাদের প্রত্যাশা, এ গল্প সংকলনটি হবে সমাজ ও জীবনঘনিষ্ঠ কথা সাহিত্যের ধারায় একটি নতুন সংযোজন।.।
সূচিপত্র * হত্যা কিংবা আত্নহত্যা * আমি যে আর সইতে পারি না * রক্তদ্বয় * মুঠোফোন ছিলো না তখন * অন্ধকারের উৎস হতে * চুরি হয়ে গেছে রাজকোষ * ২০৩৭ সালের গল্প