ফ্ল্যাপের কিছু কথাঃ ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই রাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।জন্ম লগ্ন থেকেই দেশটির বিরুদ্ধে যড়যন্ত্র গুরু হয়।এ যড়যন্ত্রের সাথে যুক্ত স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি শক্তি। তাদের উদ্দেশ্য দেশটি পুনরায় পাকিস্তানি ধারণায় ফিরিয়ে নেয়া।কিন্তু ঐ শক্তি তাদের মূল বাধা মনে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাই তারা তাকে হত্য করার মতো জঘন্য পথ বেছে নেয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করে।এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল খূনি মুশতাক, রশিদ, ফারুক, ডালিম, বজলুল হুদা, নুর, মহিউদ্দিন প্রমুখ। পরবর্তীতে খুনিদের বক্তব্য সাক্ষাতকারে বের হয়ে আসে দেশি-বিদেশি অনেকের নাম।যা থেকে বাদ যায়নি মেজর জিয়ার নামটিও।একই সাথে পাকিস্তান, চীন, সৌদিআরব ও আমেরিকার ভূমিকা তুলে ধরেছেন দেশ-বিদেশের বহু পণ্ডিত বিজ্ঞ ব্যক্তিরা তাঁদের লেখা ও সাক্ষাতকারে।এধরনের দেড়শতাধিক লেখা নিয়েই সম্পাদনা করা হয়েছে ‘রক্তাক্ত ১৫ আগস্ট ১৯৭৫’ নামক গ্রন্থটি। গ্রন্থটি পাঠ করে পাঠক সমাজ বঙ্গবন্ধুর হত্যা সম্পর্কে অনেক অজানা ঘটনাই জানতে পারবে।