ফ্ল্যাপের কিছু কথাঃ একটি ঐতিহাসিক প্রকাশনা ‘রক্তাক্ত বাংলা’ । পুথিঘর লিমিটেড এর প্রাণপুরুষ প্রয়াত চিত্তরঞ্জন সাহা প্রবাসে প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ-মুক্তধারা। বাংলাদেশ থেকে যেসব শিল্পী-সাহিত্যিক -বুদ্ধিজীবী তখন কোলকাতায় উদ্বাস্ত জীবনযাপন করেছিলেন বা মুক্তিযুদ্ধর নানা কাজে জড়িয়ে ছিলেন, তাঁদেরকে তিনি এ পরিষদের সাথে যুক্ত করতে প্রয়াসী হয়েছিলেন। মুক্তধারার প্রথম প্রকাশনা ‘রক্তাক্ত বাংলা’। এই প্রথম বাংলাদেশ নিয়ে রনেশ দাশগুপ্ত, সৈয়দ আলী আহসান, শওকত ওসমান, ড. আনিসুজ্জামান, সন্তোষ গুপ্ত , সত্যেন সেন, জহির রায়হান প্রমুখ বুদ্ধিজীবীদের ভাবনা এক সাথে সংকলিত করা হল। বিভিন্ন লেখক মুক্তিযদ্ধের পটভূমি থেকে শুরু করে নানা দিক নিয়ে আলোচনা করেছেন। একদিকে যেমন আছে বঙ্গবন্ধুর ৬-দফা কর্মসূচী ও স্বাধীনতার ঘোষণাপত্রের মত দলিল, অন্যদিকে আছে রাষ্ট্রভাষা, গণহত্যা,সাংস্কৃতিক আন্দোলন, অর্থনৈতিক প্রেক্ষিত, সামাজিক পটভূমি, শিক্ষানীতি, লোক ঐতিহ্য ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সে সময়ের প্রেক্ষিত সংকলন গ্রন্থটির মূল্য অপরিসীম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে গ্রন্থটি বিশেষ সহায়ক। পরিশিষ্টে রয়েছে ৭ ডিসেম্বর ১৯৭০ থেকে ২৫ মার্চ ১৯৭১ পর্যন্ত উজ্জ্বল সময়ের ঘটনাপঞ্জী।