রোযা আর যাকাত আমাদের দৈনন্দিন পালনীয় কাজ না হলেও শরীয়তের বিধানগুলোর মধ্যে অন্যতম দুটি বিধান। কিন্তু দৈনন্দিন পালনীয় না হওয়ায় এ ব্যাপারে অনেকেই অসতর্ক থাকে। এ বিষয়ের অনেক মাসআলা অজানা থাকার কারণে ফরজ হুকুম পালনে মারাত্মক ভুলও হয়ে যায়, আবার কখনো হয়ে যায় গড়িমসি। বিশেষ করে আধুনিক যুগে আধুনিক অনেক সমস্যা আমাদের সামনে এসেছে, এসব সমস্যার শরয়ী সমাধান যদি আমাদের অজানা থাকে, তাহলে ফরজ হুকুম পালনে ভুলত্রুটি হবে আবশ্যকভাবে।
এই দুই বিষয়ে বহু ভাষায় বহু বই লেখা হয়েছে, হচ্ছে। আমাদের এই বইয়ে পাঠক আলাদা করে কী পাবে? এমন প্রশ্ন মনে জাগতেই পারে। মূলত আমাদের এ বইয়ে আলাদা কোনো লেখা নেই। নেই ভিন্ন কোনো নতুন মাসআলা। তবে আমরা চেষ্টা করেছি রোযা-যাকাতের বিষয়ে সব মাসআলা না এনে জরুরি ও আধুনিক মাসআলাগুলো সহজ ভাষায় দলিলসহ উপস্থাপন করতে। আশা করি পাঠক এক বসায় পুরো বই থেকে রোযা-যাকাতের গুরুত্বপূর্ণ অনেক মাসআলা সহজেই জানতে পারবেন ইনশাআল্লাহ।