এক সকালে দেশবাসী দেখতে পেলেন, জনপ্রিয় একটি দৈনিকের ক্লাসিফায়েড বিজ্ঞাপন সেকশনে ‘পাত্র চাই’ বিজ্ঞাপনগুলোর নিচে ছাপা হয়েছে অপ্সরার বিজ্ঞাপন:
রহস্য চাই
হালকা রহস্য, জটিল রহস্য, হাটিল (হালকা+জটিল) রহস্য
সরাসরি যোগাযোগ: গোয়েন্দা অপ্সরা
তারপর গোয়েন্দা অপ্সরা ও তার টিম একে একে জড়িয়ে পড়ল নানা রহস্যজালে! ঢাকার ধনাঢ্য ব্যক্তি আলিম সাহেবের রহস্যময় চিঠির জট কি তারা খুলতে পারবে? রহস্যজাল বিস্তৃত হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে। তরঙ্গ ইকো রিসোর্টের মালিক নকুল চন্দ্র সাহার কাছে এল হুমকি চিঠি; সঙ্গে একটি পেনড্রাইভ। পেনড্রাইভের ভিডিও ক্লিপটি ভাইরালের অপেক্ষায়! রিসোর্টের সুনামে সুনামির আশংকা। গোয়েন্দা অপ্সরা ও তার টিম কি পারবে এই বিপদ থেকে রিসোর্টটিকে উদ্ধার করতে?
আসিফ মেহ্দী
সাহিত্যের প্রতি আসিফ মেহদীর ঝোঁক ছাত্রজীবন থেকেই। দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘উন্মাদ’ ও ‘রস+আলােতে লেখার সুবাদে রম্যলেখক হিসেবে পরিচিতি পেয়েছিলেন আগেই। সেই সূত্রে প্রথম বইটাও রম্যগল্পের। বেতাল রম্য নামের সেই বইয়েই আসিফ মেহদী লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। এরপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বই শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়।
বর্তমানে লিখছেন দেশসেরা ম্যাগাজিন ‘কিশাের আলাে বিজ্ঞান আনন্দ ও বিজ্ঞান চিন্তা’তে। ব্যঙ্গ আর হাসির সঙ্গে গভীর জীবনবােধের প্রতিফলন ঘটিয়েই আসিফ মেহদী এ সময়ের জনপ্রিয় লেখকদের কাতারে নিজের অবস্থানটা বেশ পাকাপােক্ত করে ফেলেছেন। সম্প্রতি এনটিভিতে প্রচারিত তার লেখা নাটক ‘অ্যানালগ ভালােবাসা’-র বিষয়বস্তুর জীবনঘনিষ্ঠতা দর্শকদের হৃদয় ছুঁয়েছে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা চৌদ্দ।
এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই ঢাকা বাের্ডে বিজ্ঞান বিভাগ থেকে স্ট্যান্ড করেছেন আসিফ মেহদী। বুয়েট-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশােনা করেছেন। ভালাে ফলাফলের স্বীকৃতিস্বরূপ ছাত্রজীবনে পেয়েছেন ‘বিমানবাহিনী প্রধানের শ্রেষ্ঠ মেধা ট্রফি নটরডেম। কলেজ থেকে ‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স' বুয়েট থেকে একাধিকবার ‘ডীন স্কলারশিপ’ ঢাকা শিক্ষা বাের্ড থেকে একাধিকবার ট্যালেন্টপুলে ‘বাের্ড স্কলারশিপ এবং আরও নানাবিধ পদক ও সম্মাননা। ৩৩তম বিসিএস পরীক্ষায় নিজ ক্যাডারে ১ম স্থান অধিকার করে বর্তমানে বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রে সহকারী বেতার প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিনী মৌবীণা জ্যাকলিন বারি পেশায় ডাক্তার।