শহরের রাস্তাগুলো যেন ভাসছে সময়ের স্রোতে,
দিগন্তের প্রান্তে সূর্য ডুবছে,
কিন্তু মানুষের মুখে সেই এক রুক্ষ অভিব্যক্তি
কারো চোখে প্রতিদিনের ক্লান্তি,
কারো মনে আশা—কিন্তু কে জানে,
এই শহরে কি কখনো ঘটে অলৌকিক কিছু?
একটি ছোট্ট শিশুর হাসি,
হঠাৎ ছুটে যাওয়া পাখির ঝাঁক
কিংবা বৃষ্টি শেষে আকাশে এক ঝলক রঙ-
বিরঙের রামধনু—এগুলো কি অলৌকিক নয়?
আমাদের জীবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা
ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোই তো মানবিক অস্তিত্বের সত্যি রূপ,
আমরা কি সেই মুহূর্তগুলোকে দেখতে পাই?
শহরের তোলপাড়ের মধ্যে
মাঝে মাঝে থমকে দাঁড়ানো দরকার
একটু ভাবার সময় নিয়ে
শুনে নেয়া প্রয়োজন প্রকৃতির গুঞ্জন,
কারণ, এই শহরে অলৌকিকতাও
আমাদের হাত ধরতে চাইছে
শুধু আমাদের দৃষ্টি প্রয়োজন।