রহস্যের ব্যবচ্ছেদ অথবা হিরণ্ময় নীরবতা’ ২০১৯-এর বইমেলার শেষের দিকে নিজের গল্পগুলো এক মলাটে বন্দি করে `নিছক গল্প কিংবা আখ্যান' নামে প্রকাশ করেছিলাম। কিন্তু আমার কলকাতার প্রকাশক অভিযান পাবলিশার্সের মারুফ হোসেন এমন নামকরণে খুশি হতে পারেননি। বইটার ভূমিকা নিয়েও তার ছিল আপত্তি। ‘আপনি আপনার মতো গল্প লিখবেন...কৈফিয়ত দেবেন কেন!’--এমনই ছিল তার বক্তব্য। পরবর্তিতে গল্পগ্রন্থটি অভিযান থেকে প্রকাশ করার সময় তিনি জানালেন, ‘রহস্যের ব্যবচ্ছেদ অথবা হিরণ্ময় নীরবতা’ নামটি দিতে চাইছেন। আমি এককথায় রাজি হয়ে যাই, কারণ আমারও মনে হয়েছে, এই নামকরণটি যথার্থ, আগেরটার মধ্যে তাড়াহুড়ো কিংবা অতিরিক্ত বদান্যতার ছাপ ছিল হয়তো!
যাই হোক, অভিযান থেকে গল্পগ্রন্থটি প্রকাশ হবার পর উপলব্ধি করলাম, একই গল্পগ্রন্থ ঢাকা এবং কলকাতা থেকে দুই নামে, ভিন্ন প্রচ্ছদে প্রকাশিত হবার কারণে পাঠকমহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই সিদ্ধান্ত নেই, পরবর্তী সংস্করণটি হবে একই নামে, একই প্রচ্ছদে। তবে এবার গল্পের ধারাক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে; পুরনো একটি গল্পের পরিবর্তে যোগ করা হয়েছে সাম্প্রতিক সময়ে লেখা নতুন একটি গল্প। এই গল্পগ্রন্থে আমার পরিচিত গণ্ডী থৃলার ছাড়াও বিভিন্ন ধরণের গল্প রয়েছে।
মোহাম্মদ নাজিম উদ্দিন
আপনি নিশ্চয়ই মুসকান জুবেরির নাম শুনেছেন কিংবা জানেন 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'! ভারত ও বাংলাদেশে তুমুল জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
Goodreads পাঠকরা প্রচুর পরিমানে এই বইয়ের রিভিউ দিয়েছেন, মন্তব্য জানিয়েনয়েন।
Salima Akhtar Nabila নামের একজন লিখেছেন '
বইটা পড়েই লেখকের প্রতি মুগ্ধতার শুরু, মুসকান জুবেরির রহস্যময়তা প্রচন্ড আকর্ষণীয়, সেই সাথে পটভূমি বাছাই ও পুরো গল্পের আবর্তন ছিল মনোমুগ্ধকর, আমার পড়া অনন্যসাধারণ বাংলা থ্রিলার এটি, loved it.
Anamul Haque লিখেছেন,
'বাংলাদেশি এযুগের থ্রিলার এমন দুর্দান্ত হতে পারে, ধারণা করি নি। প্রত্যেক অধ্যায়ের শেষে লেখক আকর্ষণ রেখেছেন তৎজলদি পরবর্তী অধ্যায় পড়ে ফেলার জন্য। কিছু কিছু জায়গায় হতাশ হয়েছি বটে, তবে ৫ এ ৫ না দিলে অসম্মান হবে।'
মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলাদেশী লেখক ও প্রকাশক। লেখালেখির প্রথমদিকে তিনি বেশকিছু জনপ্রিয় ইংরেজি উপন্যাস অনুবাদ করেন ফেলেন এবং পরবর্তীতে মৌলিক লেখালেখি শুরু করেন। আর এই মৌলিক থৃলার এবং অনুবাদগুলো তাকে বাংলাদেশ সহ ভারতেও তুমুল জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত করে তুলেছেন।মূলত ২৬টিরও বেশি বইয়ের এ অনুবাদক পরবর্তীতে মনোনিবেশ করেন মৌলিক থ্রিলার রচনায়।
তিনি ঢাকায় জন্মগ্রহন করেছেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে (১বছর) পড়াশোনার পরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (স্নাতকোত্তর) করেন এই বিশ্ববিদ্যালয় থেকে।
মোহাম্মদ নাজিম উদ্দিন প্রচুর লিখে চলেছেন। ভক্তকুল ভালোবেসে তাকে কিং অব থৃলার উপাধি দিয়েছেন।
কুইজ: সৃজিত পরিচালিত 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' এর মুসকান জুবেরি চরিত্রে অভিনয় করেন কোন অভিনেত্রী?
Title :
রহস্যের ব্যবচ্ছেদ অথবা হিরণ্ময় নীরবতা (হার্ডকভার)