কিশােরকবিতা সবসময় আমাদের ভাবায়। আমাদের চিন্তাকে সমৃদ্ধ করে। আমাদের শৈশব মনে করিয়ে দেয়। কিশােরকবিতার চর্চা আজ থেকে না। চার দশকেরও বেশি সময় ধরে কিশােরকবিতার চর্চা চলে আসছে। বাংলা কবিতার হাজার বছরের ঐতিহ্য ধারণ করে এবং আবহমান ধারাকে অক্ষুন্ন রেখে আমাদের কিশােরকবিতার কর্মীরা সীমাহীন প্রজ্ঞা ও পরিচর্যায় কিশােরকবিতাকে আরও মর্যাদাবান করে তুলছেন। এ পর্যন্ত অনেকগুলাে সম্পাদনা ও এককগ্রন্থ প্রকাশিত হয়েছে। আহমাদ স্বাধীন সম্পাদিত দশ কবির কিশােরকবিতা গ্রন্থ ‘রােদেলা শৈশব একটি অসাধারণ কাজ। এখানের দশজন কবি নিজ নিজ স্থানে শক্তিমান লেখক। যা তাদের কবিতা পড়লেই বােঝা যায়। তাদের কবিতায় স্নিগ্ধ, নিটোল অবয়ব নিয়ে ফুটে ওটে ফুল, পাখি, নদী, মেঘ, মুক্তিযুদ্ধ, মা, মাতৃভাষা ও দেশ। অপূর্ব মনােমুগ্ধকর কবিতাগুলাে দিয়ে সাজানাে হয়েছে এই সংকলন। যেখানে শিশু-কিশােরেরা তাদের ভালােবাসার স্বপ্নজগতের সন্ধান পাবে। কিশাের কবিতা সংকলনটি কেবল শিশু-কিশােরদের সবসময়ের সঙ্গী হবে তা নয়, বাংলা কিশাের কবিতার সংগ্রহকেও ঋদ্ধ।