নাবিলা গ্রামেই থাকে। পড়াশোনা করেছে ঢাকাতেই, হোস্টেলে থেকে। পাস করার পর ঢাকায় থেকেই চাকরির জন্য চেষ্টা করবে ভেবেছিল। কিন্তু মায়ের এক কথা, মেয়ে যদি চাকরি করেই তবে ক্যাডার সার্ভিস । ব্যস্ । ক্যাডার সার্ভিস না পেলে ঘর সংসার করবে, বাচ্চাকাচ্চা লালন-পালন করবে। আউল-ফাউল কোনো চাকরি করতে হবে না। বিসিএস ছাড়াও যে আরো ভালো ভালো চাকরি আছে এখন এ কথা মাকে বোঝায় সাধ্য কার। অগত্যা ঢাকা ছেড়ে গ্রামে গিয়ে বাবা মায়ের সাথেই থাকে এখন নাবিলা। আর বিসিএস-এর জন্যে পড়াশোনো করে।