ফ্ল্যাপের কিছু কথাঃ রচনাবলীর ৪র্থ খণ্ডে আমি আমার আত্নজীবনীমূলক লেখাগুলিকে জায়গা করে দিয়েছি। এর মধ্যে প্রধান রচনা ‘আমার চলার পথে’ স্বতন্ত্র বই হিসেবে এটি প্রথম প্রকাশিত হয়-২০০৫ সালে। কোনও পরিবর্তন ছাড়াই বইটি এখন রচনাবলীর অন্তর্ভূক্ত হচ্ছে। ‘আমেরিকার ডায়েরী’ প্রথম প্রকাশিত হয়, ‘প্রবাশে প্রতিদিন’ এর অংশ হিসেবে, একই জাতীয় ‘শান্তিনিকেতনে তিনমাস’ ‘উজবেকিস্তান বুলগেরিয়া ও ‘চীনের চিঠি’ এই তিনটি রচনা ২০০১ সালে । এই শেষের চারটি রচনা আমার বিদেশবাসের সময় রচিত । ৪র্থ খণ্ডে সবগুলি রচনাই আমাকে নিয়ে, এখানেই তারা একসূত্রে বাঁধা। আমার আত্নজীবনী সম্পূর্ণতা লাভ করেছে এই কয়টি বিচ্ছিন্ন রচনার মাধ্যমে।
জিল্লুর রহমান সিদ্দিকী
জিল্লুর রহমান সিদ্দিকী (জন্ম: ১৯২৮)। শিক্ষাজীবন কলকাতা প্রেসিডেন্সী কলেজ, ঢাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রাক্তন ভাইস-চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৯৯০-৯১ সালের কেয়ারটেকার গভর্নমেন্টের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। একাধারে কবি, সমালোচক ও অনুবাদক। উল্লেখযোগ্য গ্রন্থ আত্মজীবনী: আমার চলার পথে। পুরস্কার : আলাওল সাহিত্য পুরস্কার (১৯৭৭); বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯); কাজী মাহবুবুল্লাহ ও বেগম জেবুন্নিসা ট্রাস্ট সম্মাননা (১৯৯০); অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৯৮); স্বাধীনতা পুরস্কার (২০১০)।