আখতারুজ্জামান ইলিয়াস সমকালীন বাংলা সাহিত্যের এক শীর্ষপ্রতিভা। তার মহাকাব্যোপম উপন্যাস খােয়াবনামা ও চিলেকোঠার সেপাই এবং অসাধারণ গল্পগ্রন্থ অন্য ঘরে অন্যস্বর, দুধেভাতে উৎপাত, খােয়াবনামা, দোজখের ওম ইত্যাদির জন্য তিনি জীবৎকালেই এই স্বীকৃতি অর্জন করেছিলেন। এগুলাের যে-কোনাে একটি বা দুটি রচনার জন্যেই একজন লেখক সাহিত্যের ইতিহাসে অক্ষয় খ্যাতির অধিকারী হতে পারেন। এমনিতে ইলিয়াসের গ্রন্থের সংখ্যা অবশ্য বেশি নয়। তবে তার প্রতিটি রচনার পেছনেই আছে প্রস্তুতির দীর্ঘ ইতিহাস। সে-প্রস্তুতি শারীরিক ও মানসিক উভয়ত। আর সে-প্রস্তুতির পরিচয় যেমন ছড়িয়ে আছে তাঁর গল্প-উপন্যাসে, তেমনি প্রবন্ধ, দিনলিপি, চিঠিপত্র ও সাক্ষাৎকারে । ইলিয়াস ছিলেন অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল একজন লেখক। শিল্পী হিসেবে আপন গন্তব্য ও পথ সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। একইভাবে যে-জীবন ও সমাজকে তিনি তাঁর রচনায় তুলে এনেছেন, তার সম্পর্কে ছিল নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচার-বিশ্লেষণ। আমাদের খুবই চেনাশােনা বলে মনে হয় যে-জীবন ও পরিপার্শ্ব, তার ভেতরেও যে আরও অনেককিছু দেখার ও বােঝার আছে—ইলিয়াসের লেখা আমাদেরকে তা নাড়া দিয়ে জানিয়ে দেয়। তীব্র অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে জীবন ও সমাজের আগাপাশতলা দেখেছিলেন বলেই তাঁর পক্ষে এটা সম্ভব হয়েছে। একজন লেখকের অন্তরলােকের পরিচয় বিধৃত থাকে প্রধানত তাঁর সৃষ্টিকর্মে একথা যেমন সত্যি তেমণি তার শিল্পীপ্রতিভাকে সম্যক বােঝার জন্যে তাঁর দিনযাপনের বিবরণীটিও অনেকসময় জরুরি হয়ে দাঁড়ায়। বিশেষ করে সে-লেখকটি যদি হন আখতারুজ্জামান ইলিয়াসের মতাে একজন, নিজের সম্পর্কে যিনি বলতেন যে তিনি চব্বিশ ঘণ্টার লেখক'।
আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস : জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৩, মৃত্যু ৪ জানুয়ারি ১৯৯৭। অন্যান্য বই গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম। রচনাসমগ্র ১ম-৪র্থ খণ্ড, উপন্যাস : চিলেকোঠার সেপাই।