ভূমিকা আখতারুজ্জামান ইলিয়াস তাঁর প্রতিভার যথার্থ প্রকাশ ঘটান তাঁর উপন্যাসেই।উপন্যাসের বিস্তৃতি পটভূমিতে তিনি ইচ্ছেমতো সমাবেশ ঘটিয়েছেন বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধাঁচের, মানুষের; নিজের মনের মতো করে অনেকটা। সময় ও স্থান জুড়ে তাদের নির্মাণ করেছেন। দুটো উপন্যাসেই তিনি উপজীব্য করেন এ দেশের এমন দুই ক্রান্তিকালীন ঘটনা যাদের যথার্থ শিল্প-নির্মাণ কেবল উপন্যাসের অবারিত পরিমণ্ডলেই সম্ভব।
আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস : জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৩, মৃত্যু ৪ জানুয়ারি ১৯৯৭। অন্যান্য বই গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম। রচনাসমগ্র ১ম-৪র্থ খণ্ড, উপন্যাস : চিলেকোঠার সেপাই।