ভূমিকা নির্জন একটি দ্বীপ। একাকি একজন মানুষ আর একরাশ গাছপালা ও পাশুপাখি সে দ্বীপে। দ্বীপের চারপাশে শুধু পানি আর পানি। নির্জন দ্ভীপের ভাগ্যাহত সেই মানুষটির নাম রবিনসন ক্রুসো। কথা ভলার কোনো মানুষ নেই, নেই কোনো সঙ্গী-সাথী। সাথী শুধু একটি কাকাতুয়া। তার নাম পোল্। সে ঘোরে-ফেরে আর ডেকে বেড়ায়- রবিন ক্রুসো, তুমি কোথায়, কোথায় ......।
আঠাশ বছর এই নির্জন দ্বীপে বলতে গেলে একাকী কাটে মানুষটির। শেষের ক’বছর ফ্রাইডেকে পায় সাথী হিসেবে। সে এক চমকপ্রদ ঘটনা। নরখাদক বর্বরদের হাত থেকে তাকে রক্ষা করার আশ্চর্য রোমহর্ষক সেই কাহিনী। আরো আশ্চর্য-দ্বীপ থেকে সভ্যতজগতে ফিরে আসার ঘটনা। তারপর নতুন আরেক অভিযান। সে অভিযানে ভয়ঙ্কর অরণ্য। অপ্রতিরোধ্য নেকড়ে। আর ভয়াল ও ভয়ার্ত তাদের ডাক। তাদে থেকে নিজেকে আত্মরক্ষার প্রাণানন্তকর চেষ্টা। আর এসবের সাথে রয়েছে পাতায় পাতায় এ্যাডভেঞ্চার ও রোমাঞ্চ।
পরবর্তীতে নির্জন সেই দ্বীপে গড়ে উঠেছে নতুন এক জনপদ। তারও বিচিত্র কাহিনী নিয়ে ড্যানিয়েল ডিফোর এই বিস্ময়কর চিরন্তন কিশোর ক্লাসিক অ্যাডভেঞ্চার রবিনসন ক্রুসো।