‘আমার পরমাত্মীয় রবীন্দ্রনাথ ঠাকুরের শুভবিবাহ’ উপলক্ষে প্রিয়নাথ সেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কে আমন্ত্রণ জানিয়েছিলেন ? কে আবার ! রবীন্দ্রনাথ নিজে। এই-যে সংসার জীবনের শুরু, তার কাহিনী এই বই। বিদেশ থেকে এক জামাইকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘. . . তোমাদের মন আমার প্রতি বিমুখ হয়ে রয়েছে, এ কথা মনে করলে দেশে ফেরবার সুখ আমার নষ্ট হয়ে যায়।’