কোনও মানুষই সময়ের বাইরে বেঁচে থাকতে পারেন না, রবীন্দ্রনাথও পারেন নি। কেমন ছিলো রবীন্দ্রনাথের সময় ? আশি বছর বেঁচে ছিলেন। এর মধ্যে বাংলাদেশে, ভারতে ও ভারতের বাইরে কত কিছুই না ঘটে গেলো। সেই পরিপ্রেক্ষিতই তুলে ধরা হয়েছে এই বইয়ে। এ বইয়ের কাহিনী শুরু হয়েছে রবীন্দ্রনাথের জন্মের পাঁচ বছর আগে থেকে, শেষ হয়েছে যখন তাঁর বয়স ২৪।
সেলিনা হোসেন
সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক, যিনি ১৪ জুন ১৯৪৭ তারিখে রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ কে মোশাররফ হোসেন ছিলেন রেশমশিল্প কারখানার পরিচালক এবং মাতা মরিয়মন্নেসা বকুল। ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে লেখালেখির শুরু করেন এবং তাঁর প্রথম গল্পগ্রন্থ "উৎস" ১৯৬৯ সালে প্রকাশিত হয়। সেলিনা হোসেনের লেখালেখির কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মানুষ, সংস্কৃতি এবং ঐতিহ্য, এবং তিনি বাংলার লোক-পুরাণের চরিত্রসমূহকে নতুনভাবে তুলে এনেছেন। তাঁর উপন্যাসে সমকালের সামাজিক ও রাজনৈতিক সংকট, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গ প্রতিফলিত হয়েছে। সাহিত্যে তাঁর পরিচিতি শুধু কথাসাহিত্যেই সীমাবদ্ধ নয়, প্রবন্ধেও তিনি শক্তিশালী ও শাণিত গদ্য নির্মাণে দক্ষ।