রবীন্দ্রনাথের এক উপন্যাসে একজন মানুষ ‘ভগবানের কাছে সর্বান্তঃকরণে’ তার প্রিয় নারীর মৃত্যু কামনা করে। আরেকজন, যে নারী তাকে বড়ো করেছেন, তাঁকে বলে, ‘তুমিই আমার ভারতবর্ষ।’ এক নারী বলে, ‘মোর লাগি করিয়ো না শোক, / আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।’ আরেক নারী বিপ্লবী দলে যোগ দেয়। এ সব মানুষদের নিয়ে এই বই। আহমেদ মাওলা জন্ম ৪ মে ১৯৭১, চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার’ শীর্ষক গবেষণার জন্য এম.ফিল. এবং ‘চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ণ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি। লেখালেখির শুরু স্কুলজীবন থেকেই। প্রকাশিত গ্রন্থ : ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সৃজনশীল সাহিত্য’, ‘ইমদাদুল হক মিলনের কথাসাহিত্য’, ‘বাংলাদেশের কথাসাহিত্য : প্রবণতাসমূহ’, ‘নজরুলের কথাসাহিত্য : মনোলোক ও শিল্পরূপ’, ‘বাংলাদেশের উপন্যাসের সমাজতত্ত্ব’, ‘রফিক আজাদ : কবি ও কবিতা’, ‘বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার’, ‘চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ণ’।