ররবীন্দ্রনাথ জানতেন, ‘গ্রামে গ্রামে’ ‘মৃত্যুলক্ষণ’ রোধ করার জন্য নেতৃত্ব প্রয়োজন। ‘সমাজপতি কখনো ভালো কখনো মন্দ’ হতে পারেন, কিন্তু ‘সমাজ যদি জাগ্রত থাকে তবে মোটের উপর কোনো ব্যক্তি সমাজের স্থায়ী অনিষ্ট’ করতে পারে না। বলেন, ‘মানুষ আপন দেশকে আপনি সৃষ্টি করে। . . . আমাদের দেশের মানুষ দেশে জন্মাচ্ছে মাত্র, দেশকে সৃষ্টি করে তুলছে না’।