রবীন্দ্রনাথের সঙ্গে চিত্তরঞ্জনের যে সবসময় মিল ছিলো, এমন নয়। তার পরেও চিত্তরঞ্জনের মৃত্যুতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, চিত্তরঞ্জন মৃত্যুহীন প্রাণ সাথে করে এনেছিলেন, মরণে তা-ই তিনি দান করে গেছেন। সাম্প্র্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দু জনই। চিত্তরঞ্জন এক সময় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তবে পরে তিনিও ঈশ্বরে সমর্পিত হন।