১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর হবার দিন রবীন্দ্রনাথের ডাকে রাখীবন্ধন অনুষ্ঠিত হয়েছিল-রবীন্দ্রনাথ নিজে মসজিদে গিয়ে রাখী পরিয়ে দিয়েছিলেন। একের পর এক গান লেখেন, যার একটি এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর এক গানে লেখেন, ‘আজ ধনী গরিব সবাই সমান। আয় রে হিন্দু, আয় মুসলমান।’ বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিত ও ইতিহাস এ বইয়ে তুলে ধরা হয়েছে।