রবীন্দ্রনাথ যাদের বলেছেন ‘জন্মলক্ষ্মীছাড়ার দল’, তারা যদি বঙ্গবন্ধুর সাতই মার্চের ডাকে সাড়া না দিত, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আদৌ জন্ম নিত কি ? এ বইয়ের লেখক ওই জন্মলক্ষ্মীছাড়াদের একজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে রবীন্দ্রনাথের এক হয়ে যাওয়ার গল্প এ বই। ‘দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে’ গানটি যেন রবীন্দ্রনাথ একাত্তুরের মুক্তিযোদ্ধাদের জন্যই লিখেছিলেন। জিয়াউদ্দিন তারেক আলী জন্ম ১৯৪৫ সালে। সিনিয়র কেম্ব্রিজ পাশ করে লাহোর থেকে ইঞ্জিনিয়ার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বাংলাদেশ সহায়ক সমিতির উদ্যোগে গড়ে-ওঠা মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার উদ্দীপনামূলক সঙ্গীত ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওই সাংস্কৃতিক কর্মকাণ্ডের তথ্য-চলচ্চিত্র ‘মুক্তির গান’-এর সঞ্চালক। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি এবং সম্মিলিত সামাজিক আন্দোলন এবং সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ নামে দু’টি সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।