রবীন্দ্রনাথের নাটকে নারী কেবল রূপময়ী নয়, তার অন্য ভূমিকাও আছে। তাঁর নাটকে নারীর মধ্য দিয়ে কখনও প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটে, কখনও স্বদেশপ্রেম মূর্ত হয়ে ওঠে। আবার এক নাটকে নারী পুরুষের ছদ্মবেশ পরে দেখা দেয়। নারী শুধু প্রণয়িনী নয়, শক্তিরও আধার পুরুষকে সে শক্তিমান করে তোলে। সেই সঙ্গে তার নিজ পরিচয়ে মহিমান্বিত হয়ে ওঠে। রীতা ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর। বিষয় : ভূগোল। সাংবাদিকতায় ২০০৪ সালে এফপিএবি পুরস্কার, ২০০৭ সালে এএসএফ মিডিয়া অ্যাওয়ার্ড, ২০০৯ সালে ইউএনএফপিএ মিডিয়া অ্যাওয়ার্ড প্রথম পুরস্কার, ২০১০-এ বজলুর রহমান স্মৃতিপদক লাভ। পেশা : সাংবাদিকতা। গল্পগ্রন্থ : ‘স্বপ্নিল প্রভাত’, ‘নিসর্গের দিনগুলো’। জীবনীগ্রন্থ : ‘অ্যাড্রিয়াটিক সাগরকন্যা মাদার তেরেসা’, ‘ছোটদের বেগম রোকেয়া’, ‘ছোটদের সুফিয়া কামাল’, ‘দানবীর রণদাপ্রসাদ সাহা’, ‘একাত্তরের শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্ত’, ‘রঙ তুলির জাদুকর’, ‘নেলসন ম্যান্ডেলা’, ‘হেনা দাসের জীবন ও কর্ম’। শিশুতোষ গ্রন্থ : ‘রূপকথা’, ‘জাদুকর’। সম্পাদনা গ্রন্থ : ‘পূর্ব বাংলার ভাষা-আন্দোলনের দলিলপত্র’, ‘ভূত দেখেছি নিজের চোখে’।