‘জীবনস্মৃতি’তে রবীন্দ্রনাথ তাঁর জীবনের কথা বলেন খুব মজা করে। এই লেখার পাতায়Ñপাতায় কৌতুকের ছোঁয়া লেগে থাকে। আবার যখন প্রিয়জনের মৃত্যুর কথা বলেন, বলতে ভোলেন না, তা ‘অশ্র“র মালা দীর্ঘ’ করে চলে। মৃত্যুর মধ্যেও তিনি মুক্তির পথ দেখতে পান এক ‘আশ্চর্য নূতন সত্যের’ সন্ধান পান। এই সব অনুভূতির গল্প এই বই।