রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি’ ইতিহাস নয়, স্মৃতিকথা। সাহিত্য হিসেবে এর মূল্য কতটুকু, সেটিই বড়ো। রুশরা ভারত আক্রমণ করতে পারে শুনে সারদা দেবী রবীন্দ্রনাথকে দায়িত্ব দিলেন বাবার কাছে চিঠি লিখতে। দেবেন্দ্রনাথ উত্তর দিলেন, রুশদের তিনি নিজেই তাড়িয়ে দেবেন। এটি সত্য, কি, সত্য নয়, তাতে কী এসে যায় ? এখানে যে ছবিটি ফুটে উঠেছে, তা তো মোছার নয়। মালেকা বেগম জন্ম : ১৯৪৪। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য এবং সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয়ের এম.ফিল. ও পিএইচ.ডি.। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স স্টাডিজ রিসার্চ সেন্টার থেকে পোস্টডক্টরেট। ষাটের দশকে ছাত্র আন্দোলনের এই নেত্রী নারী আন্দোলনে যুক্ত হন ১৯৬৮ সালে। ১৯৬৯ সালে কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রতিষ্ঠিত মহিলা সংগ্রাম পরিষদ ও ১৯৭০ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ছিলেন। ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী কবি সুফিয়া কামালের সঙ্গে সাধারণ সম্পাদিকা হিসেবে কাজ করেছেন। নারী উন্নয়ন বিশেষজ্ঞ। মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে শিক্ষকতা করছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫।