রবীন্দ্রনাথ তাঁর সব সঙ্গীত রচনাকেই আধুনিক মনে করতেন এই অর্থে যে, তা হিন্দুস্তানি সঙ্গীতের শৃঙ্খলা থেকে মুক্ত। দিনু ঠাকুরের পোষা হরিণটি যখন পালিয়ে যায়, রবীন্দ্রনাথ গান লিখলেন, ‘সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে’। জীবনের সঙ্গে নিবিড় যোগ ছিল বলেই রবীন্দ্রনাথ অমন অসামান্য সঙ্গীত রচয়িতা হয়ে উঠতে পেরেছিলেন।
করুণাময় গোস্বামী জন্ম ১১ ই মার্চ ১৯৪৩। ইংরেজির অধ্যাপক, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমানে ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ। নজরুলসংগীত বিষয়ে গবেষণার জন্য পিএইচ.ডি.। দেশে ও দেশের বাইরে বাংলা গান ও হিন্দুস্তানি রাগসংগীত সম্পর্কে গবেষণামূলক কাজ করেছেন। | Garland Encyclopedia of World Music, New York Ges Groves-MacMillan Dictionary of World Music গ্রন্থদ্বয়ে বাংলা গানের ইতিহাস বিষয়ে আনুপূর্বিক ভুক্তি তাঁর লেখা। তিনি সংগীত বিষয়ে বহু গ্রন্থ প্রণেতা। সংগীত বিষয়ে বাংলা ভাষায় রচিত একমাত্র অভিধান ‘সংগীত কোষ’ তাঁর লেখা।