ভারতবর্ষ এতোই বড়ো একটি দেশ যে, ‘প্রাচীনকালে’, রবীন্দ্রনাথ বলেন, ‘একে সম্পূর্ণভাবে মনের ভিতর গ্রহণ করা’ ‘সম্ভবপর ছিল না’। বলেন, ‘আমার দেশকে জানতে হলে সেই যুগে যেতে হবে যখন সে তার আত্মাকে উপলব্ধি করেছিল, তার বাস্তব সীমা অতিক্রম করে উর্দ্ধে উঠে গিয়েছিল’। এ দুই কথার মধ্যে কি বৈপরীত্য আছে ? ভারতবর্ষ চিরদিনের মতো তাঁর মন ভুলিয়েছে। মজিদ মাহমুদ জন্ম ১৬ এপ্রিল ১৯৬৬, পাবনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা-সাহিত্যে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর। সাংবাদিকতা মূল পেশা; কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ : কবিতা : ‘মাহফুজামঙ্গল’, ‘গোষ্ঠের দিকে’, ‘বালউপাখ্যান’, ‘মাহফুজামঙ্গল উত্তরখণ্ড’, ‘ধাত্রী-ক্লিনিকের জন্ম’, ‘দেওয়ান-ই-মজিদ’, ‘বায়ুনামা’, ‘কাঁটাচামচ নির্বাচিত কবিতা’, ‘শ্রেষ্ঠ কবিতা’ ; গল্পগ্রন্থ : ‘মাকড়সা ও রজনীগন্ধা’, ‘মোমোরিয়াল ক্লাব’ ; প্রবন্ধ ও গবেষণা : ‘নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র,’ ‘নজরুলের মানুষধর্ম’, ‘কেন কবি কেন কবি নয়’, ‘ভাষার আধিপত্য’, ‘উত্তর-উপনিবেশ সাহিত্য’, ‘রবীন্দ্রনাথের ভ্রমণসাহিত্য’, ‘সাহিত্যচিন্তা ও বিকল্পভাবনা’ ; শিশু-কিশোর গ্রন্থ : ‘বৌটুবানী ফুলের দেশে’, ‘বাংলাদেশের মুখ’।