‘থট রেলিক’ নামে রবীন্দ্রনাথের একটি ইংরেজি বই ১৯২১ খ্রিষ্টাব্দে নিউ ইয়র্ক থেকে বেরোয়। সে-বইয়ে ১০৩টি ছোটো-ছোটো লেখা ছিলো। পরে এর সঙ্গে আরও ৮৯টি লেখা যোগ করে ১৯২৯ খ্রিষ্টাব্দে বেরোয় ‘থট্স ফ্রম রবীন্দ্রনাথ টেগোর।’ এর বেশির ভাগই বাংলা থেকে রূপান্তর নয়, মূল ইংরেজিতে লেখা। ওই বই থেকে নিরানব্বইটি লেখার ভাবানুবাদ এই বই।