রবীন্দ্রনাথ ছিলেন উদার মানবিকতাবাদী, চিরদিনই শুভর পক্ষে, নির্যাতিতের পক্ষে, ধর্মান্ধতার বিপক্ষে, যুদ্ধের বিপক্ষে। ধ্বংস আর বিনাশ শেষ কথা বলে রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন না। বিশ্বাস করতেন ভগ্নস্তূপের মধ্য থেকেই জন্ম নেবে নতুন জীবন। অপ্রিয় হবার ঝুঁকি নিয়েও জাপানের রণোম্মত্তদের তৈমুর লঙের সঙ্গে তুলনা করেন। শান্তির বার্তা বয়ে চলেন তাঁর লেখা এবং কাজ দু জায়গাতেই। এ বই তার সাক্ষ্য।