রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যু দুই-ই জোড়াসাঁকোতে। সে সময়কার বাংলা সংস্কৃতির ইতিহাসে এক অনন্য নাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথের সময় কেমন ছিলো ? জ্যোতিরিন্দ্রনাথের ইচ্ছেতে বেরুলো নতুন পত্রিকা-‘ভারতী।’ ষোলো বছর বয়সের রবীন্দ্রনাথ সেই পত্রিকার সম্পাদকমণ্ডলীর একজন। জোড়াসাঁকোতেই লেখেন জীবনের প্রথম কবিতা, শেষ কবিতা। রবীন্দ্রনাথের অনেক আনন্দের স্মৃতি মিশে আছে জোড়াসাঁকোর সঙ্গে, অনেক বেদনারও।